shopoth - minar rahman feat. sajid sarker lyrics
Loading...
সব যেন আছে আগেরই মতো,
lশুধু হারিয়ে গেছে দুজনের দুটো পথ ।
জানি না ভুলে গেছো কি তুমি,
আমি ভুলিনি সেদিনের নেয়া শপথ ।
তুমি ছিলে … আছো আজও,
তুমি থাকবে … এ মনে ।
খুব নীরবে জড়িয়ে ধরে,
বুকের ঘরে এক কোনে ।
জীবন হয়তো যাবে কেটে,
কান্না, হাসি নিয়মে অনিয়মে ।
তুমি রবে তোমারই মতো,
তোমার জন্য কথা জমা নীল খামে ।
তুমি ছিলে … আছো আজও,
তুমি থাকবে … এ মনে ।
খুব নীরবে জড়িয়ে ধরে,
বুকের ঘরে এক কোনে ।
যাও দৃষ্টির অগোচরে যতো,
জেনো তুমি হারাবে না ।
শত মানুষের ভিড়ে,
খুঁজবো তোমার ঠিকানা ।
জন্ম থেকে জন্মান্তরে,
স্মৃতি গুলো যাবে রয়ে ।
তুমি ছিলে … আছো আজও,
তুমি থাকবে … এ মনে ।
খুব নীরবে জড়িয়ে ধরে,
বুকের ঘরে এক কোনে ।
Random Song Lyrics :
- robocop: the musical ("murphy, it's you") - jon kaplan, al kaplan lyrics
- tutta la vita - oyoshe lyrics
- roast yourself - alejo igoa lyrics
- nemesis - nails on a neck lyrics
- red + white - hxppa lyrics
- grind me down - ziegler co. lyrics
- doubted ** 19991666 - sadnsus lyrics
- mi-e dor - nane lyrics
- summer games - lights lyrics
- nunca - marcos felipe lyrics