lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

shopno bhongo - miles lyrics

Loading...

কত স্বপ্ন ছিলো দু’চোখে
কত আশা ছিলো এই বুকে
কত প্রেম কত কথা

কত হাসি গান
সে হাসি নেই তো আজ
হয়ে গেছে ম্লান।।

এক ঝড় এসে ভেঙে দিয়ে গেল
তাই জীবনটা এলোমেলো।

বেদনায় কেঁদে উঠে মন যে আমার
ব্যথার সাগরে মিশে হয়ে একাকার

এক ঝড় এসে ভেঙে দিয়ে গেল
তাই জীবনটা এলোমেলো।

কাঁদাতে তবু আজো বেঁচে আছে হায়
স্মৃতির সড়কে এসে থমকে দাঁড়ায়।

এক ঝড় এসে ভেঙে দিয়ে গেল
তাই জীবনটা এলোমেলো।।

Random Song Lyrics :

Popular

Loading...