pahari meye - miles lyrics
পাথুরে নদী জলে পাহাড়ি মেয়ে নামে
ভেজা তার তনু-মন ধরা দেয় না
কি স্বপন এঁকে দিলো, বলা যায় না
পাথুরে নদী জলে পাহাড়ি মেয়ে নামে
ভেজা তার তনু-মন ধরা দেয় না
কি স্বপন এঁকে দিলো, বলা যায় না
সাজানো চোখের মাঝে, সবুজ বনানী তাতে
ছায়া ফেলে এই জল ঝর্না
অধীর ঢেউয়ের দোলা দিয়ে যায় আনমনা
থেকে থেকে শুধু যন্ত্রণা
পাথুরে নদী জলে পাহাড়ি মেয়ে নামে
ভেজা তার তনু-মন ধরা দেয় না
কি স্বপন এঁকে দিলো, বলা যায় না
পাথুরে নদী জলে পাহাড়ি মেয়ে নামে
ভেজা তার তনু-মন ধরা দেয় না
কি স্বপন এঁকে দিলো, বলা যায় না
বাতাস আকুল হলে জলে ছন্দ নিয়ে
পাহাড়ি মেয়ে সে তো চেয়ে দেখে না
পাখি ডাকে অচেনা, বয়ে যায় ভাবনা
স্বজন বুঝি তার ফিরে এলো না
বাতাস আকুল হলে জলে ছন্দ নিয়ে
পাহাড়ি মেয়ে সে তো চেয়ে দেখে না
পাখি ডাকে অচেনা, বয়ে যায় ভাবনা
স্বজন বুঝি তার ফিরে এলো না
পাথুরে নদী জলে পাহাড়ি মেয়ে নামে
ভেজা তার তনু-মন ধরা দেয় না
কি স্বপন এঁকে দিলো, বলা যায় না
পাথুরে নদী জলে পাহাড়ি মেয়ে নামে
ভেজা তার তনু-মন ধরা দেয় না
কি স্বপন এঁকে দিলো, বলা যায় না
পাথুরে নদী জলে পাহাড়ি মেয়ে নামে
ভেজা তার তনু-মন ধরা দেয় না
কি স্বপন এঁকে দিলো, বলা যায় না
পাথুরে নদী জলে পাহাড়ি মেয়ে নামে
ভেজা তার তনু-মন ধরা দেয় না
কি স্বপন এঁকে দিলো, বলা যায় না
পাথুরে নদী জলে পাহাড়ি মেয়ে নামে
ভেজা তার তনু-মন ধরা দেয় না
কি স্বপন…
Random Song Lyrics :
- what becomes of the broken hearted - ronnie milsap lyrics
- betonjunglen - ukendt kunstner lyrics
- never forgotten - ask (always seeking knowledge) lyrics
- perspective - trash boat lyrics
- turn on the radio (house 7" remix) - tommy page lyrics
- opera tukang beca - ebiet g. ade lyrics
- esternhagen chor der blöden - marius müller lyrics
- queda la noche - cómplices lyrics
- tightwire - blood red shoes lyrics
- tpolie pt.2 - darriusthegreatest lyrics