lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

janiye dao - miles lyrics

Loading...

নিঃস্ব করেছ আমায়
কি নিঠুর ছলনায়,
তুমিহীনা এই হৃদয় আমার
একাকী অসহায়,
পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষন

কেন তুমি মিছে মায়ায়
বেধেছিলে আমায় তখন।
ফিরিয়ে দাও আমার এ প্রেম
তুমি ফিরিয়ে দাও।

ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এভাবে চলে যেওনা।
আমার হৃদয় জুড়ে, শুধু তুমি ছিলে
যত সুখ ছিল মনে
কেন মুছে দিলে।

অকারণ অভিমানে, তুমি চলে যেওনা
মায়াবী এ বাঁধন ছিড়ে,
দূরে সরে যেওনা।

Random Song Lyrics :

Popular

Loading...