janiye dao - miles lyrics
Loading...
নিঃস্ব করেছ আমায়
কি নিঠুর ছলনায়,
তুমিহীনা এই হৃদয় আমার
একাকী অসহায়,
পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষন
কেন তুমি মিছে মায়ায়
বেধেছিলে আমায় তখন।
ফিরিয়ে দাও আমার এ প্রেম
তুমি ফিরিয়ে দাও।
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এভাবে চলে যেওনা।
আমার হৃদয় জুড়ে, শুধু তুমি ছিলে
যত সুখ ছিল মনে
কেন মুছে দিলে।
অকারণ অভিমানে, তুমি চলে যেওনা
মায়াবী এ বাঁধন ছিড়ে,
দূরে সরে যেওনা।
Random Song Lyrics :
- therapie - maverick miles lyrics
- peace of mind (live) - the grapes of wrath lyrics
- flamingo remix - h13nrv lyrics
- leaving detroit - the jayhawks lyrics
- little more - lih lyrics
- symphony of love - kadnay lyrics
- όλα καλά (everything's fine) - kanon lyrics
- the old oak tree - the easybeats lyrics
- пятки (heels) - лифт на луну (lift to the moon) lyrics
- hallelujah - joey purp lyrics