thik thak - meghdol lyrics
Loading...
সব ঠিকঠাক যখন বলো
ওলট পালট হয়ে যায়
এলোমেলো সব হয়ে যায়
সব ঠিকঠাক…
সব ঠিকঠাক যখন বলো
ওলট পালট হয়ে যায়
এলোমেলো সব হয়ে যায়
সব ঠিকঠাক…
সব ঠিকঠাকের এই শহরে
উঁচু-নিচু আঁকা সব দেয়ালে
নাগরিক সব ফুল ফুটে থাক
সব ঠিকঠাক…
সব ঠিকঠাক যখন বল
ওলট পালট হয়ে যায়
এলোমেলো সব হয়ে যায়
সব ঠিকঠাক…
অকারণে বুঁদ হওয়া ভাবনায়
এলোমেলো যখন তখন
অকারণে বুঁদ হওয়া ভাবনায়
এলোমেলো যখন তখন
নগরের মতো যেন যানজট
মাথার ভেতর থেকে যায়
সব ঠিকঠাক…
সব ঠিকঠাক যখন বলো
ওলট পালট হয়ে যায়
এলোমেলো সব হয়ে যায়
ওলট পালট হয়ে যায়
সব ঠিকঠাক…
সব ঠিকঠাক…
সব ঠিকঠাক…
সব ঠিকঠাক…
সব ঠিকঠাক…
Random Song Lyrics :
- ocean - fourty lyrics
- az ma ahshav - אז מה עכשיו - eden hason - עדן חסון lyrics
- sponge freestyle! pt. 2 - w4veform lyrics
- doppel g (alexander schaifler remix) - pashanim lyrics
- ma couleur - raggasonic lyrics
- show me love - wintershome lyrics
- empire state building - isaur lyrics
- where is the love i was promised - system syn lyrics
- vvs - koxy(hun) lyrics
- don't get the deal (live in london) - beabadoobee lyrics