lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

muthophone - meghdol lyrics

Loading...

করতলে ছিন্ন মেঘের স্বর
লোকাল বাসে বাড়ি ফেরা প্রিয় মুখ
হৃদয়ের কাছে ব্যর্থ মুঠোফোন

দিনরাত্রি গুনগুনগুন

হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যৎ
হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যৎ

তোমার আমার যৌথ ডানার আকাশ
তোমার আমার যৌথ ডানার আকাশ
আর কিছু অবিনাশী গান

হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যৎ
হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যৎ

পলিথিনে মোড়া আকাশ দিয়েছে ডুব
তোমরা রয়েছো যার যার জানালায়
পলিথিনে মোড়া আকাশ দিয়েছে ডুব
তোমরা রয়েছো যার যার জানালায়
তোমার আমার যৌথ শামুকবাস
আর কিছু অবিনাশী গান

হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যৎ
হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যৎ
হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যৎ
হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যৎ

Random Song Lyrics :

Popular

Loading...