crusade - meghdol lyrics
মানুষের ক’জন ভগবান
মানুষের ক’জন ভগবান
ক’জনে ভাগ্য লিখেন
ক’জনে জীবন সামলান?
মানুষের ক’জন ভগবান
ক’জনে ভাগ্য লিখেন
ক’জনে জীবন সামলান?
আকাশে উড়ছে বোমারু ভগবান
মানুষ ঝলসে যিনি গণতন্ত্র এনে দেন।
আকাশে উড়ছে বোমারু ভগবান
মানুষ ঝলসে যিনি গণতন্ত্র এনে দেন।
মাটিতে ফুটে আছে ক্লাস্টার ফুল
ছুয়ে দিলে ফুটে ওঠে… সেতো শিশুদের ভুল।
মাটিতে ফুটে আছে ক্লাস্টার ফুল
ছুয়ে দিলে ফুটে ওঠে… সেতো শিশুদের ভুল।
দু’হাত হারিয়ে আজ ডানাকাটা
পরী যে শিশু
শুনতে কি পাও তার চিৎকার
পশ্চিমা যিশু?
দু’হাত হারিয়ে আজ ডানাকাটা
পরী যে শিশু
শুনতে কি পাও তার চিৎকার
পশ্চিমা যিশু?
পৃথিবী জুড়ে চলছে যখন
প্রতিবাদ আর প্রতিরোধ মিছিল
পিশাচের হাতে হাত মেলালেন
ব্লেয়ার,জ্যাক শিরাক,ভ্লাদিমির পুতিন।
পৃথিবী জুড়ে চলছে যখন
প্রতিবাদ আর প্রতিরোধ মিছিল
পিশাচের হাতে হাত মেলালেন
ব্লেয়ার,জ্যাক শিরাক,ভ্লাদিমির পুতিন।
ওরা রক্তের হিস্যা বুঝে নিতে চায় বুঝি
গ্যালন গ্যালন…
ওরা রক্তের হিস্যা বুঝে নিতে চায় বুঝি
গ্যালন গ্যালন…
আ…
[guitar solo]
Random Song Lyrics :
- dark arc - saintseneca lyrics
- fais-moi confiance - julie zenatti lyrics
- twin flames - chløë black lyrics
- stomp them boots - young gunner lyrics
- reinas - fangoria lyrics
- nadie me querrá - andrea cornejo lyrics
- bridge over troubled water - idina menzel lyrics
- don - deoen lyrics
- fukiniiitup - t.m.z lyrics
- cavorting (original recording) - courteeners lyrics