misti ekta gandha royechhe - manna dey lyrics
মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে
রয়েছে ঘরটা জুড়ে
মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে
কেউ না জানিয়ে এসে
কাওকে না পেয়ে
গেছে কি ঘুরে
মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে
মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে
এলেমেল ছড়ানো ছিল যা
তার দুটি হাত সাজিয়ে দিল তা
এলেমেল ছড়ানো ছিল যা
তার দুটি হাত সাজিয়ে দিল তা
চিনি কি চিনি কোথায় সে থাকে
কাছে না দূরে
মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে
রয়েছে ঘরটা জুড়ে
ফুলদানিটার রুপ ফিরে গেছে
কি করে বলি কেন রেখে গেছে
সদ্য ফুটানো পদ্য কলি
কেন রেখে গেছে
সদ্য ফুটানো পদ্য কলি
পুরানো দিপ এর কাজল মুছিয়ে
নতুন শিখা টি গেছে জ্বেলে দিয়ে
পুরানো দিপ এর কাজল মুছিয়ে
নতুন শিখা টি গেছে জ্বেলে দিয়ে
কি পেয়ে হারালো নিশি হাওয়াটা মরে ঘুরে
মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে
রয়েছে ঘরটা জুড়ে
কেউ না জানিয়ে এসে
কাওকে না পেয়ে
গেছে কি ঘুরে
মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে
রয়েছে ঘরটা জুড়ে
মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে
রয়েছে ঘরটা জুড়ে
রয়েছে ঘরটা জুড়ে
Random Song Lyrics :
- moonlight (prod. sketchmyname) - aquawave lyrics
- na vibe - mc loma e as gêmeas lacração feat. dj torricelli lyrics
- te amaré - solitario de la costa lyrics
- good night - avi j & enzo lyrics
- bring it - tonéx lyrics
- lungs - her skin lyrics
- si te sentis sola - duki lyrics
- lost in time - fakear lyrics
- fourteen - secrets lyrics
- hayley - her skin lyrics