babodhan - mahadi lyrics
Loading...
শিল্পীঃ মাহাদী
অ্যালবামঃ বন্দনা
সুরকারঃ প্রিন্স মাহমুদ
গীতিকারঃ আসিফ ইকবাল
যোগ করেছেন: এম এ রহমান রুমান
তুমি বরুনা হলে আমি সুনীল
তুমি আকাশ হলে হব শঙ্খ চিল
তুমি নদী হলে হব আমি জল
তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল
তুমি পাহাড় হলে হব আমি সবুজ
তুমি শাষণ করলে হব আমি অবুঝ
তুমি অরণ্য হও হব পাখি
তুমি অশ্রু হও হয়ে যাব আঁখি
তুমি বরুনা হলে আমি সুনীল
তুমি আকাশ হলে হব শঙ্খ চিল
তুমি নদী হলে হব আমি জল
তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল
তুমি জীবন হলে হয়ে যাব আমি প্রেম
তুমি নকশী কাঁথা হলে হব কারু হেম
নানা না না না নানা না না নানা নানা
তুমি রাত্রি হলে হব নিরবতা
তুমি দুঃখ পেলে হব তার ব্যাথা
তুমি প্রকৃতি হও হব তার ছবি
তুমি কবিতা হলে হব তার কবি
Random Song Lyrics :
- señorita - patricia taxxon lyrics
- la pente - peter cheeky lyrics
- bright lights - lord ghost lyrics
- moon - lordsosa lyrics
- new orleanz - duvi lyrics
- dímelo ahora - jamijum lyrics
- just plain bad - angry johnny and the killbillies lyrics
- boginja - milos bojanic lyrics
- commedia a soggetto - dario gay lyrics
- i don't want it - heavy heavy hands lyrics