prithibi shundor - mahaan with 6 strings feat. ishtiaque lyrics
Loading...
উড়ে যাবে সুখ, চেয়ে রব
হয়তো না পাব, হয়তো পাব
ভাঙা কিছু স্বপ্ন নিয়ে বেচে রব
কখনো বা প্রতিবাদ, কখনো চুপসে রব।
আমার ছোট্ট নদী
আমার ভাঙা ঘর
আমার কিছু কল্পনা
তার পৃথিবী সুন্দর।।
চলে যাব দূরে ঐ দূর অজানায়
হারাবো সুর মোহনায়,
লুকিয়ে রব কোন এক শ্যামল মায়ায়
সবুজের ঐ সীমানায়।
কাকডাকা ভোর সপ্নে বিভোর
নির্ঘুম অবুঝ বাতাস,
জোনাকির দল দলবেঁধে চল
আঁধারে হবে বসবাস।
আমার ছোট্ট নদী
আমার ভাঙা ঘর
আমার কিছু কল্পনা
তার পৃথিবী সুন্দর।।
সহস্র রাত আর দখিনা বাতাস
করল মাতাল আবাস,
তেপান্তরের ঐ মাঠ পেরিয়ে
আঁধারে হবে বসবাস।
আমার ছোট্ট নদী
আমার ভাঙা ঘর
আমার কিছু কল্পনা
তার পৃথিবী সুন্দর।।
Random Song Lyrics :
- tchill zone(lyrics) - tchillz lyrics
- what can't be, won't be - animal super species lyrics
- lyrical show - black jesus aka jizzle lyrics
- in the shadow of the glorious cross - sojourn music lyrics
- en drøm om de - dakota lyrics
- ghetto birds - j. tek lyrics
- let go (rock soul mix) - kierra sheard lyrics
- e un altro giorno se ne va - memo remigi lyrics
- camisa dez - class a lyrics
- aitabküll - sip€lga 14 lyrics