eibar bujhechhi shohoje - madhumita chatterjee lyrics
Loading...
এইবার বুঝেছি সহজে
এড়িয়ে যেতে হয় নিজেরই গরজে
এইবার মিটেছে অল্পে
যদিও কল্পে ভিজেছি বহুদূর
উঠোনে আলো নেই, চাষি রা ভালো নেই
তবুও ক্ষতি কি সিনেমা দেখবোই
আমিও গতিহীন, মাছেরা ইঞ্জিন
দুজনে বুঝেছি ছায়ারা কি রঙ্গীন।
এইবার এখনো মধু মাস
বুঝেছি এখানেই ভুতেরা করে বাস
এইবার। .
স্টিমার ছাই-পাঁশ, জলে ভাসে আকাশ
কিছুই স্থায়ী নয়, ছুটবে কত মাস
হঠাৎ ভাঙে ভুল বন্ধু প্রতিকূল
আপোষে খিদে বাড়ে সমাজ সংকুল।
এইবার রেখেছি গোপনে
সূচনা শেষ হোক কুয়াশা যে মনে
এইবার বুঝেছি সহজে
এড়িয়ে যেতে হয় নিজেরই গরজে
এইবার মিটেছে অল্পে
যদিও কল্পে ভিজেছি বহুদূর
Random Song Lyrics :
- one chance - jamesking crew lyrics
- jointlover - borixon lyrics
- the haunting (reimagined) - as it is lyrics
- the illusionist - r2daez lyrics
- hasta el piso - kaydy cain, dice ailes & steve lean lyrics
- crib - 79angels lyrics
- patience - riri (japan) lyrics
- perdon (con george mayer) - wili j, george mayer lyrics
- more than anything - ravenscry lyrics
- bushfire - jordz (aus) lyrics