aj josna rate tarar mela - m rahat lyrics
Loading...
আজ জোছনা রাতে তারার মেলা
জোনাকি আলো কথা কয়
আর আমার মনের মাঝে
তোমার প্রেমের ধারা বয় (প্রভু) ।।
মৌনতা চৌদিকে বইছে বাতাস ঝিরিঝির
মন চায় পরে থাকি সিজদায় নত করে শির
প্রভুর রহমে যেন এ জীবন হয় মধুময়
আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয় (প্রভু) ।।
চাঁদিমার লোকচুরি শুভ্র মেঘের আড়ালে
এ কেমন সুখ বল আঁধারের অন্তরালে
কামিনির সুরভিতে এ লগন হয় মোহময়
আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয় (প্রভু) ।।
Random Song Lyrics :
- chains - rawmahdi lyrics
- erobiisi - kielijuhani lyrics
- heavy metal madness - morbid aggression lyrics
- gazelle - grace mclean and them apples lyrics
- luciferous - revocation lyrics
- la forêt est leur tombe - brume d'automne lyrics
- druid's call - iron kobra lyrics
- without me - young diamond lyrics
- coping (tom swoon remix) - toni braxton lyrics
- aferfefef - aefaefaefaf lyrics