aghat kore nile - lysa ahmed lisa lyrics
Loading...
আঘাত করে নিলে জিনে,
কাড়িলে মন দিনে দিনে ॥
সুখের বাধা ভেঙে ফেলে তবে আমার প্রাণে এলে-
বারে বারে মরার মুখে অনেক দুখে নিলেম চিনে ॥
তুফান দেখে ঝড়ের রাতে
ছেড়েছি হাল তোমার হাতে।
বাটের মাঝে, হাটের মাঝে,
কোথাও আমায় ছাড়লে না-যে-
যখন আমার সব বিকালো
তখন আমায় নিলে কিনে ॥
Random Song Lyrics :
- hell of a night - david onuoha lyrics
- v.o.d.k.a - thepetebox lyrics
- goofy - lil mac gs9 lyrics
- jungle - retro spectro lyrics
- body scream (remix) - glass popcorn lyrics
- ich habe einen traum - crankz82 lyrics
- *unknown* - doobys3 lyrics
- nado - apanhador só lyrics
- blood and money - scenario lyrics
- gps - haysen cheng lyrics