tomar khola haowa lagiye - lopamudra mitra lyrics
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
টুকরো করে কাছি
আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
সকাল আমার গেল মিছে
বিকেল যে রয় তারি পিছে গো
সকাল আমার গেল মিছে
বিকেল যে রয় তারি পিছে গো
রেখো না আর
বেঁধো না আর
কূলের কাছাকাছি
আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
মাঝির লাগি আছি জাগি
সকল রাত্রি বেলা
ঢেউগুলো যে আমায় নিয়ে
করে কেবল খেলা
মাঝির লাগি আছি জাগি
সকল রাত্রি বেলা
ঢেউগুলো যে আমায় নিয়ে
করে কেবল খেলা
ঝড়কে আমি করব মিতে
ডরব না তার ভ্রুকটিতে
ঝড়কে আমি করব মিতে
ডরব না তার ভ্রুকটিতে
দাও ছেড়ে দাও
ওগো, আমি তুফান পেলে বাঁচি
আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
টুকরো করে কাছি
আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
Random Song Lyrics :
- noah - azooz & vedang lyrics
- a milli - ca$hanova bulhar lyrics
- 220 - qontrast lyrics
- swag like joe rogan - aphonic lyrics
- ты еще рядом (still here) - tape love lyrics
- child of the trenches - luh soldier lyrics
- plan b (tò.óxik) - yung mare, pink kardashian & eric löwe lyrics
- bonne etoile - les grands enfants lyrics
- diamenty - drużyna 2115 lyrics
- bounce! - ryroc lyrics