jodi prem dile na prane - lopamudra mitra lyrics
Loading...
যদি প্রেম দিলে না প্রাণে
কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে?
যদি প্রেম দিলে না প্রাণে
কেন তারার মালা গাঁথা?
কেন ফুলের শয়ন পাতা?
কেন তারার মালা গাঁথা?
কেন ফুলের শয়ন পাতা?
কেন দখিন*হাওয়া গোপন কথা জানায় কানে কানে?
যদি প্রেম দিলে না প্রাণে
যদি প্রেম দিলে না প্রাণে
কেন আকাশ তবে এমন চাওয়া চায় এ মুখের পানে?
যদি প্রেম দিলে না প্রাণে
তবে ক্ষণে ক্ষণে কেন
আমার হৃদয় পাগল*হেন
তবে ক্ষণে ক্ষণে কেন
আমার হৃদয় পাগল*হেন
তরী সেই সাগরে ভাসায় যাহার কূল সে নাহি জানে?
যদি প্রেম দিলে না প্রাণে
কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে?
যদি প্রেম দিলে না প্রাণে
Random Song Lyrics :
- casería de nenotas - plan b (pr) lyrics
- facade - kado (producer/artist) lyrics
- soccer mom - lil ginger ale lyrics
- revelation of deformity - ancst lyrics
- reli khola bagara - bharati gajamer lyrics
- páginas queimadas - projeto x lyrics
- wanting the kiss to go on - the joykiller lyrics
- fat of the ram - subrosa lyrics
- the truth - digga d lyrics
- carried from the start - black rebel motorcycle club lyrics