akash amay bhorlo aloye - lopamudra mitra lyrics
আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে
সুরের আবির হানবো হাওয়ায়
নাচের আবির হাওয়ায় হানে
আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে
সুরের আবির হানবো হাওয়ায়
নাচের আবির হাওয়ায় হানে
আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে
ওরে পলাশ ওরে পলাশ
রাঙা রঙের শিখায় শিখায়
দিকে দিকে আগুন জ্বালাস
ওরে পলাশ ওরে পলাশ
রাঙা রঙের শিখায় শিখায়
দিকে দিকে আগুন জ্বালাস
আমার মনের রাগ রাগিনি
রাঙা হলো রঙীন তানে
আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে
দখিন হাওয়ায় কুসুমবনের
বুকের কাঁপন থামেনা যে
নীল আকাশের সোনার আলোয়
কচি পাতার নুপূর বাজে
দখিন হাওয়ায় কুসুমবনের
বুকের কাঁপন থামেনা যে
নীল আকাশের সোনার আলোয়
কচি পাতার নুপূর বাজে
ওরে শিরীষ ওরে শিরীষ
মৃদু হাসির অন্তরালে
গন্ধজালে শূন্য ঘিরিস
ওরে শিরীষ ওরে শিরীষ
মৃদু হাসির অন্তরালে
গন্ধজালে শূন্য ঘিরিস
তোমার গন্ধ আমার কন্ঠে
আমার হৃদয় টেনে আনে
আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে
সুরের আবির হানবো হাওয়ায়
নাচের আবির হাওয়ায় হানে
আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে
আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে
Random Song Lyrics :
- gallery of the dead - trenchrot lyrics
- istorias | ისტორიას - irakli charkviani lyrics
- don't wanna come down - bianca ryan lyrics
- tommy genesis - gribin lyrics
- intention - lil wing wang kid lyrics
- poema flipão - jorge palma lyrics
- space vision ft. l.o.s.a.i.g! - frimee lyrics
- madre mía - arca lyrics
- on fire - cris the prophet lyrics
- motorola rosa - wing klan lyrics