aji borsha raater sheshe - lily islam lyrics
Loading...
আজি বর্ষারাতের শেষে
সজল মেঘের কোমল কালোয় অরুণ আলো মেশে॥
বেণুবনের মাথায় মাথায়
রঙ লেগেছে পাতায় পাতায়,
রঙের ধারায় হৃদয় হারায়, কোথা যে যায় ভেসে॥
এই ঘাসের ঝিলিমিলি,
তার সাথে মোর প্রাণের কাঁপন এক তালে যায় মিলি।
মাটির প্রেমে আলোর রাগে
রক্তে আমার পুলক লাগে-
বনের সাথে মন যে মাতে, ওঠে আকুল হেসে॥
Random Song Lyrics :
- viewersadvisory - th3 ay3s lyrics
- ofc i still love you - colin (band) lyrics
- zwei drittel - entetainment lyrics
- lady stardust (john peel session) - david bowie lyrics
- la maña - chzter, emjay & flvckka lyrics
- ты и я - malenia lyrics
- find me - lonely night lyrics
- больше времени (more time) - leraiie lyrics
- ni loco ni madre - la zenda norteña lyrics
- tar jeg feil - nico & vinz lyrics