room no. 17 - level five lyrics
[pre*chorus]
না নেই, সেখানে যাকে খুজেছিলে তুমি বুধবারে
না নেই, সেখানে যাকে দেখেছিলে মঙ্গলবারে
না নেই, সেখানে যাকে খুজেছিলে তুমি বুধবারে
না নেই, সেখানে যাকে দেখেছিলে মঙ্গলবারে
[chorus]
দেখেছিলে হয়তো তাকে, ভুলও হতে পারে
খুঁজে দেখতে পারো তাকে রুম নম্বর সতেরোতে
মোবাইলে মিলছে না আর ফোনও ধরছে না আর
এক কথা আর ভালো লাগছে না
দেখেছিলে হয়তো তাকে, ভুলও হতে পারে
খুঁজে দেখতে পারো তাকে রুম নম্বর সতেরোতে
[verse]
তুমি আবার দেখো ভালো করে
সামনের হলের ডানে গিয়ে বামের অনুসন্ধানে
মিলছে না, মিলছে না আর দুইয়ে দুইয়ে মিলছে না আর
মিলছে না, মিলছে না আর দুইয়ে দুইয়ে মিলছে না আর
মিলছে না, মিলছে না না আর ছবির মিলছে না আর
মিলছে না মিলছে না না আর দুইয়ে দুইয়ে মিলছে না আর
[chorus]
দেখেছিলে হয়তো তাকে, ভুলও হতে পারে
খুঁজে দেখতে পারো তাকে রুম নম্বর সতেরোতে
দেখেছিলে হয়তো তাকে, ভুলও হতে পারে
খুঁজে দেখতে পারো তাকে রুম নম্বর সতেরোতে
[post*chorus]
না নেই, সেখানে যাকে খুজেছিলে তুমি বুধবারে
না নেই, সেখানে যাকে দেখেছিলে মঙ্গলবারে
না নেই
Random Song Lyrics :
- l'amérique qui pleure - bustamej lyrics
- si cruzas la puerta - carolina ross lyrics
- empty - nermal6 lyrics
- my girl wants to be - ola & the janglers lyrics
- tokio hotel - appledream lyrics
- primavera - priscilla alcantara lyrics
- 08.08.13 - ian miles lyrics
- bad & the beautiful - katiee lyrics
- let it rain - janice lyrics
- amantombazane - kabza de small & dj maphorisa lyrics