আমি চাইনি এ অনুভুতি - left atrium lyrics
Loading...
তবে জানি এ নয় সময়
তবু শুধু হয় অকারন ভয়।
যদি সে হারায়
ফেলে রেখে আমায় অপূর্ণতায়।
তাই যদি হয়
হয়তো হারাতে পারবো না আর
মনে ধরে এ অজানা ভার।
মনে শুধু সংশয়
তবু তোমায় ভেবে যাই
ধরতে চায় সে আলো
আবছা আশায়।
আমি চাইনি এ অনুভুতি
যার শেষ অপূর্ণতায়।
চেয়েছি শুধু পৌঁছাতে
নতুন এ পথের সীমানায়।
তবু কেনো আমার ই স্বপ্নের রঙ হারিয়ে যায়
ধুসর হতে ধুসরে সব হারায় হতাশায়।
আমি ধরে রাখতে চাই না এ স্বপ্ন মনে
যা দেবে শুধু আমায় ব্যর্থ অনুভুতি।
ভেবে নেবো এ ছিলো এক ভুল পথের দিশা
যার শেষে খুজে পেয়েছি শুধুই হতাশা।
Random Song Lyrics :
- so i had to - not my real job lyrics
- wolves in california - blind channel lyrics
- wishing well - al tuck lyrics
- my heart goes boom boom boom - monster high lyrics
- don’t you start (pack-a-punch'd) - artemas lyrics
- chani - brainlock kushizzo lyrics
- baby blue - curly j lyrics
- soar - isaac laser brain lyrics
- are we floating? - vternal lyrics
- rubix - hollowtiphero lyrics