lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

moddhyo raater gaan - lagnajita chakraborty lyrics

Loading...

জানে সব এ বাতাস
কাকে তুই দোসর পাতাস
নিয়ে যাস উড়িয়ে পক্ষীরাজে তোর
ওরে মন*জোনাকি
গায়ে প্রেম*গন্ধ মাখি
এসে দুইঠোঁটে যেই বলিস ছুমন্তর
নেমে রাজপথেই আবার করছি পাগলামি
দেখে মুখ লুকায় শহরতলী
জীবনকে দিলাম ওড়ার আস্কারা আমি
লেখে সেই পথের পদাবলী
তোর মধ্যরাতের গান
গেয়ে যায় শুধু আশমান
সেই ডাকে আমায় চাঁদ
ডাকে আমায় জান
তোর ঘুমপাড়ানি গান
আমি পাতছি হাওয়ায় কান
সেই ডাকে আমায় চাঁদ
ডাকে আমায় জান

রটে যাক গোটা দক্ষিণ থেকে উত্তরে
অচেনা রাস্তাঘাট, চেনা গলির মোড়ে
আমি আজ ঘর পালাচ্ছি যে তোর হাত ধরে
ভবঘুরে
করে দুই চোখে স্বপ্নেরা পাখনাবাজি
ভেজে হলদে আলোয় কিছু খোশমেজাজি
আমি রোজ শহরের প্রেমে পড়তে রাজি
ভবঘুরে
তোর মধ্যরাতের গান
গেয়ে যায় শুধু আশমান
সেই ডাকে আমায় চাঁদ
ডাকে আমায় জান

তোর ঘুমপাড়ানি গান
আমি পাতছি হাওয়ায় কান
সেই ডাকে আমায় চাঁদ
ডাকে আমায় জান

তোর মধ্যরাতের গান
গেয়ে যায় শুধু আশমান
সেই ডাকে আমায় চাঁদ
ডাকে আমায় জান

Random Song Lyrics :

Popular

Loading...