e bhabe golpo hok - lagnajita chakraborty lyrics
Loading...
একটা বারান্দায়, আমি দাঁড়িয়েছিলাম
ছুঁড়ে ম্যাজিক চোখ, তাকিয়ে যেই চলে গেলে
শীতে আরাম দেয়, সেইরকমই চাদর
মেলে ফেলেছি, খেলার ছলে তোমার কোলে
এভাবেই গল্প হয়
আমাদের রূপকথায়
এভাবেই গল্প হোক
আমাদের রূপকথায়
বাউন্ডুলে দিন, আর দুষ্টুমিরা
নিয়ে পৌঁছে দিক
আমায় তোমার পুকুর পাড়ে
কাটবো সাঁতার, ঠেকবো শেওলা গাছে
রাজি হও যদি
খেলার ছলে, তোমার জলে
এভাবেই গল্প হোক
আমাদের রূপকথায়
এভাবেই গল্প হয়
আমাদের রূপকথায়
কিছুটা ছেলেমানুষি, মেনেও তো ভালোবাসি
বলে কয়ে কথা দিয়ে যাও
দেখো না এনেছি সাথে, মধুমাখা দিনে রাতে
আমার মনের জোছনায়
এভাবেই গল্প হোক
আমাদের রূপকথায়
এভাবেই গল্প হয়
আমাদের রূপকথায়
Random Song Lyrics :
- 2016 freestyle - tha arkhitekt lyrics
- remove / rebuild - serianna lyrics
- generation y (we got it) - shy child lyrics
- pitbull - braddu lyrics
- get me high - cameo adele lyrics
- wildnis - jay jiggy lyrics
- my buried dream - ad nauseam lyrics
- hdf 05 nr. 282 - veysel lyrics
- erase you - richy nix lyrics
- осколки (oskolki) - макsим (maksim) lyrics