![lirikcinta.com](https://www.lirikcinta.com/statik/logonew.png)
saat pake bandha - kumar shanu lyrics
Loading...
সুমন
বলো
পিয়া
বলো
বলোনা
কানো
করো
পিয়া
ছলনা…
মনে মনে দু-জনে
রূদয়ের বাধনে
পিয়া তুমি
আমার
সাত পাকে বাঁধা
সাত পাকে বাঁধা
সাত পাকে বাঁধা
সাত পাকে বাঁধা
বলো
পিয়া
বলো
বলোনা
(••••মিউজিক••••)
তোমার আসাতে
এই পথ চাওয়া জে
আমার ভাললাগে
এতো আলো আর
এতো খুশিজে
আমি দেখিনি আগে
হাত বাড়ালে
সামনে তুমি
এর বেশি চাইনা আমার
বলো
পিয়া
বলো
বলোনা…
(••••মিউজিক••••)
সপনো আমারি
তোমার দু-চোখে
আমি সাজিয়ে দিলাম
মনে মনে আমি আমার
আমি কে
তোমার হাতে দিলাম
তোমাই চাওয়া
কাছে পাওয়া
সেই তো
আমার অধিকার
বলো
পিয়া
বলো
বলোনা
কানো
করো
পিয়া
ছলনা…
মনে মনে দু-জনে
রূদয়ের বাধনে
পিয়া তুমি
আমার
সাত পাকে বাঁধা
সাত পাকে বাঁধা
সাত পাকে বাঁধা
সাত পাকে বাঁধা
বলো
পিয়া
বলো
বলোনা
Random Song Lyrics :
- friendinthedark - alt. lyrics
- equilibrista - marcos & belutti lyrics
- hate won't win - samarchy lyrics
- hope (demo) - roar lyrics
- prettyplz - tezzarain lyrics
- pick a side - doe boy lyrics
- fallin - 清水翔太 (shota shimizu) lyrics
- 4am - dartz (nz) lyrics
- form today - femi one lyrics
- come to me - cilla black lyrics