
esho maa gauri maa - kumar sanu lyrics
Loading...
এসো মা, এসো মা
এসো মা, গৌরী মা
বসে আছি পথ চেয়ে, মা
আশার আলো জ্বেলে
বসে আছি পথ চেয়ে, মা
আশার আলো জ্বেলে
আনন্দেতে উঠবো ভরে
মাগো, তুমি এলে
এসো মা, এসো মা
এসো মা, গৌরী মা
পাকা ধানের সোনার শীষে
সবুজ পাখি গায়
ও কাশের ফুলে কাঁপন লাগে
বাতাস ছুঁয়ে যায়
তোমার পূজার লগন পাবো
অনেক সাধনায়
মনের কমল পরশ করো
আলতা*রাঙা পায়ে
এসো মা, এসো মা
এসো মা, গৌরী মা
সুখে*দুঃখে ভরা থাকে
মানুষেরই জীবন
ভুলে যাবো যতকিছু
দুঃখকে যে এখন
এক হয়ে যে মিলবো এবার
ফকির মহাজন
ধন্য হবে মাগো তোমার
পূজার আয়োজন
এসো মা, এসো মা
এসো মা, গৌরী মা
বসে আছি পথ চেয়ে, মা
আশার আলো জ্বেলে
বসে আছি পথ চেয়ে, মা
আশার আলো জ্বেলে
আনন্দেতে উঠবো ভরে
মাগো, তুমি এলে
এসো মা, এসো মা
এসো মা, গৌরী মা
এসো মা, এসো মা
এসো মা, গৌরী মা
এসো মা, এসো মা
এসো মা, এসো মা
Random Song Lyrics :
- я люблю тебя (i love you) - feyor lyrics
- g.e.d (geek everyday) - prince raheem lyrics
- 祝英台 (butterfly lovers) - 謝安琪 (kay tse) lyrics
- origin of sin - chelsea grin lyrics
- foggel i dag - stavangerensemblet lyrics
- lời em nói - lil z (vnm) lyrics
- 記得 (remember) - 林家謙 (terence lam) lyrics
- secret route - owlfred lyrics
- here without you - lorenzo the gawd lyrics
- geschäftsmann (pastiche/remix/mashup) - chilli vanilli & brass knuckle lyrics