lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

bikeler shesh aalo - kumar sanu & kavita krishnamurthy lyrics

Loading...

বিকেলের শেষ আলো একটু থাকো,
গোধূলির ছায়া ফেলে যেয়ো নাকো৷
ও ও ও রাত যেন ছুটি নেই
তোমার আলো
তাই বাসি ভালো
সোনার আলো।।
বিকেলের শেষ আলো একটু থাকো,
গোধূলির ছায়া ফেলে যেয়ো নাকো৷
ও ও ও রাত যেন ছুটি নেই
তোমার আলো
তাই বাসি ভালো
সোনার আলো।।
আমাদের পৃথিবীর অন্য পাশে,
রাতের আড়ালে রোদ লুকিয়ে হাসে৷
আমাদের পৃথিবীর অন্য পাশে,
রাতের আড়ালে রোদ লুকিয়ে হাসে৷
কখন আবার ভোরে ভাল করে,
কালো রাত ছুটি নিবে নৗলাকাশে৷
বিকেলের শেষ আলো একটু থাকো,
গোধূলির ছায়া ফেলে যেয়ো নাকো৷
ও রাত যেন ছুটি নেই
তোমার আলো
তাই বাসি ভালো
সোনার আলো।।
পূবের আকাশ থেকে আলো মেলায়,
অন্য আকাশে গিয়ে সিঁদুর ছড়ায়৷
পূবের আকাশ থেকে আলো মেলায়,
অন্য আকাশে গিয়ে সিঁদুর ছড়ায়৷
সেই সিঁদুরের লালে
লাল এ বিকেল,
সেই দেখে কালো রাত ঘোমটা সরায়৷
বিকেলের শেষ আলো একটু থাকো,
গোধূলির ছায়া ফেলে যেয়ো নাকো৷
ও ও ও রাত যেন ছুটি নেই
তোমার আলো
তাই বাসি ভালো
সোনার আলো।।
lyrics added by আ. নাকির

Random Song Lyrics :

Popular

Loading...