bikeler shesh aalo - kumar sanu & kavita krishnamurthy lyrics
বিকেলের শেষ আলো একটু থাকো,
গোধূলির ছায়া ফেলে যেয়ো নাকো৷
ও ও ও রাত যেন ছুটি নেই
তোমার আলো
তাই বাসি ভালো
সোনার আলো।।
বিকেলের শেষ আলো একটু থাকো,
গোধূলির ছায়া ফেলে যেয়ো নাকো৷
ও ও ও রাত যেন ছুটি নেই
তোমার আলো
তাই বাসি ভালো
সোনার আলো।।
আমাদের পৃথিবীর অন্য পাশে,
রাতের আড়ালে রোদ লুকিয়ে হাসে৷
আমাদের পৃথিবীর অন্য পাশে,
রাতের আড়ালে রোদ লুকিয়ে হাসে৷
কখন আবার ভোরে ভাল করে,
কালো রাত ছুটি নিবে নৗলাকাশে৷
বিকেলের শেষ আলো একটু থাকো,
গোধূলির ছায়া ফেলে যেয়ো নাকো৷
ও রাত যেন ছুটি নেই
তোমার আলো
তাই বাসি ভালো
সোনার আলো।।
পূবের আকাশ থেকে আলো মেলায়,
অন্য আকাশে গিয়ে সিঁদুর ছড়ায়৷
পূবের আকাশ থেকে আলো মেলায়,
অন্য আকাশে গিয়ে সিঁদুর ছড়ায়৷
সেই সিঁদুরের লালে
লাল এ বিকেল,
সেই দেখে কালো রাত ঘোমটা সরায়৷
বিকেলের শেষ আলো একটু থাকো,
গোধূলির ছায়া ফেলে যেয়ো নাকো৷
ও ও ও রাত যেন ছুটি নেই
তোমার আলো
তাই বাসি ভালো
সোনার আলো।।
lyrics added by আ. নাকির
Random Song Lyrics :
- when we realize - chan6es lyrics
- fácil - neo pistea lyrics
- all of me - nyko hay kay lyrics
- love or death 2018 - koboriboi lyrics
- shy guy - tdnsp lyrics
- the point of no return - mick jackson lyrics
- shiesty - guwop reign lyrics
- ok - sven van thom lyrics
- dead again - echobelly lyrics
- till the world ends (varsity team radio remix) - britney spears lyrics