lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

sagorer teer theke - konok chapa lyrics

Loading...

সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে
তোমার কপালে ছোঁয়াবো গো
ভাবি মনে মনে

আকাশের নীল থেকে তাঁরার কান্তি এনে
তোমার নয়নে ছড়াবো গো
ভাবি মনে মনে।।

সবই যে মধুর লাগে অনুরাগে হিয়া জাগে
গোপন স্বপনগুলো জীবনের দিশা পেল
আমারও পরান বীনা সুরে সুরে ভরে যায়।।

এ মনে লুকানো লাজ তারা হয়ে জ্বলে আজ
কাজল কালো আখী পাখি হয়ে যায় ডাকি
তাই বলি ভালবাসা প্রানে দোলা দিয়ে যায়।।

Random Song Lyrics :

Popular

Loading...