sagorer teer theke - konok chapa lyrics
Loading...
সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে
তোমার কপালে ছোঁয়াবো গো
ভাবি মনে মনে
আকাশের নীল থেকে তাঁরার কান্তি এনে
তোমার নয়নে ছড়াবো গো
ভাবি মনে মনে।।
সবই যে মধুর লাগে অনুরাগে হিয়া জাগে
গোপন স্বপনগুলো জীবনের দিশা পেল
আমারও পরান বীনা সুরে সুরে ভরে যায়।।
এ মনে লুকানো লাজ তারা হয়ে জ্বলে আজ
কাজল কালো আখী পাখি হয়ে যায় ডাকি
তাই বলি ভালবাসা প্রানে দোলা দিয়ে যায়।।
Random Song Lyrics :
- вспышка! (flash!) - yosa1shu & kalitka17 lyrics
- slip demon - ynkeumalice lyrics
- visa - sahil lyrics
- cries from the earth - police bastard lyrics
- setting's for dust - walker county lyrics
- ice trae - trdee lyrics
- i'll be alright - james favron lyrics
- year of the black sun - istasha lyrics
- fama - kota official lyrics
- libertad de expresión - alhambre lyrics