bhalobaso tumi sunechi - konok chapa lyrics
ভালবাস তুমি শুনেছি অনেকবার
তবু সেদিনেরও মত লাগেনিতো কভু আর
ভালবাস তুমি শুনেছি অনেকবার
তবু সেদিনেরও মত লাগেনিতো কভু আর।
সেদিন আমার প্রথম ফাগুন বেলা
মাধবী শাখার অনেক ফুলের মেলা
সেদিন আমার প্রথম ফাগুন বেলা
মাধবী শাখার অনেক ফুলের মেলা।
সে ফাগুন আরো এসেছে যে বারে বার
তবু সেদিনেরও মত লাগেনিতো কভু আর
ভালবাস তুমি শুনেছি অনেকবার
তবু সেদিনেরও মত লাগেনিতো কভু আর।
তোমার প্রথম প্রেম রয়েছে আমার হৃদয় ভরে,
এ মন ভ্রমর সেথা যায় কেন বলো ওগো তারই তরে?
তোমার প্রথম প্রেম রয়েছে আমার হৃদয় ভরে,
এ মন ভ্রমর সেথা যায় কেন বলো ওগো তারই তরে?
সেদিনের সেই প্রথম গানের অলি,
এখনও ফোটায় নতুন আশার কলি-
সেদিনের সেই প্রথম গানের অলি,
এখনও ফোটায় নতুন আশার কলি-
সে গানের সুরে জেগেছি যে বারে বার।
তবু সেদিনেরও মত লাগেনিতো কভু আর
ভালবাস তুমি শুনেছি অনেকবার
তবু সেদিনেরও মত লাগেনিতো কভু আর।
Random Song Lyrics :
- yessir! - xnumblov lyrics
- herrlich unperfekt (king radio edit) - franziska [deu] lyrics
- pra toda vida - zac lyrics
- zoom to the moon - kidzone lyrics
- forget everything - letters vs. numbers lyrics
- de pé - yan alves lyrics
- avenida - braza lyrics
- the beautiful garden of prayer - abigail miller lyrics
- midnight - siigh & samisan lyrics
- forever baby - young day lyrics