lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

bhalobaso tumi sunechi - konok chapa lyrics

Loading...

ভালবাস তুমি শুনেছি অনেকবার
তবু সেদিনেরও মত লাগেনিতো কভু আর
ভালবাস তুমি শুনেছি অনেকবার

তবু সেদিনেরও মত লাগেনিতো কভু আর।
সেদিন আমার প্রথম ফাগুন বেলা
মাধবী শাখার অনেক ফুলের মেলা
সেদিন আমার প্রথম ফাগুন বেলা
মাধবী শাখার অনেক ফুলের মেলা।
সে ফাগুন আরো এসেছে যে বারে বার
তবু সেদিনেরও মত লাগেনিতো কভু আর
ভালবাস তুমি শুনেছি অনেকবার
তবু সেদিনেরও মত লাগেনিতো কভু আর।
তোমার প্রথম প্রেম রয়েছে আমার হৃদয় ভরে,
এ মন ভ্রমর সেথা যায় কেন বলো ওগো তারই তরে?
তোমার প্রথম প্রেম রয়েছে আমার হৃদয় ভরে,
এ মন ভ্রমর সেথা যায় কেন বলো ওগো তারই তরে?
সেদিনের সেই প্রথম গানের অলি,
এখনও ফোটায় নতুন আশার কলি-
সেদিনের সেই প্রথম গানের অলি,
এখনও ফোটায় নতুন আশার কলি-
সে গানের সুরে জেগেছি যে বারে বার।
তবু সেদিনেরও মত লাগেনিতো কভু আর
ভালবাস তুমি শুনেছি অনেকবার
তবু সেদিনেরও মত লাগেনিতো কভু আর।

Random Song Lyrics :

Popular

Loading...