
ogo nirupoma - kishore kumar lyrics
Loading...
ওগো নিরুপমা, করিও ক্ষমা
তোমাকে আমার ঘরনী করিতে
আমার মনের দোসর করিতে পারিলাম না
পারিলাম না তো কিছুতেই
ওগো নিরুপমা, করিও ক্ষমা
তোমাকে আমার ঘরনী করিতে
আমার মনের দোসর করিতে পারিলাম না
পারিলাম না তো কিছুতেই
ওগো নিরুপমা
হয়তো তোমার অনেক কিছুই আছে
তবু নেই দাম তার কোনোই আমার কাছে
হয়তো তোমার অনেক কিছুই আছে
তবু নেই দাম তার কোনোই আমার কাছে
আমার এ পথ তোমার পথের সাথে
মিলবে না যেন কিছুতেই
মিলবে না যেন কিছুতেই
ওগো নিরুপমা
লতার মতোই জড়িয়ে রয়েছো গাছে
বুঝি ফুল ফুটবার সময় এসেছে কাছে
লতার মতোই জড়িয়ে রয়েছো গাছে
বুঝি ফুল ফুটবার সময় এসেছে কাছে
এমন মধুর ভঙ্গিমা আমি কোনোদিন
ভুলবো না যেন কিছুতেই
ভুলবো না যেন কিছুতেই
ওগো নিরুপমা, করিও ক্ষমা
তোমাকে আমার ঘরনী করিতে
আমার মনের দোসর করিতে পারিলাম না
পারিলাম না তো কিছুতেই
ওগো নিরুপমা
Random Song Lyrics :
- sho nuff freestyle - tru .p lyrics
- mil ticket - a-g-2-a-ke lyrics
- how you feel - ray rashad lyrics
- anna - kauko röyhkä & riku mattila lyrics
- doe ni moeilijk - stepherd lyrics
- headphones - headphone hair lyrics
- el mudo - la sonora santanera lyrics
- nessaja - version 2010 - peter maffay lyrics
- à cet instant je pense à toi - cali (fra) lyrics
- life in bondage [the mind of robert cooper] - koopsta knicca lyrics