ogo nirupoma - kishore kumar lyrics
Loading...
ওগো নিরুপমা, করিও ক্ষমা
তোমাকে আমার ঘরনী করিতে
আমার মনের দোসর করিতে পারিলাম না
পারিলাম না তো কিছুতেই
ওগো নিরুপমা, করিও ক্ষমা
তোমাকে আমার ঘরনী করিতে
আমার মনের দোসর করিতে পারিলাম না
পারিলাম না তো কিছুতেই
ওগো নিরুপমা
হয়তো তোমার অনেক কিছুই আছে
তবু নেই দাম তার কোনোই আমার কাছে
হয়তো তোমার অনেক কিছুই আছে
তবু নেই দাম তার কোনোই আমার কাছে
আমার এ পথ তোমার পথের সাথে
মিলবে না যেন কিছুতেই
মিলবে না যেন কিছুতেই
ওগো নিরুপমা
লতার মতোই জড়িয়ে রয়েছো গাছে
বুঝি ফুল ফুটবার সময় এসেছে কাছে
লতার মতোই জড়িয়ে রয়েছো গাছে
বুঝি ফুল ফুটবার সময় এসেছে কাছে
এমন মধুর ভঙ্গিমা আমি কোনোদিন
ভুলবো না যেন কিছুতেই
ভুলবো না যেন কিছুতেই
ওগো নিরুপমা, করিও ক্ষমা
তোমাকে আমার ঘরনী করিতে
আমার মনের দোসর করিতে পারিলাম না
পারিলাম না তো কিছুতেই
ওগো নিরুপমা
Random Song Lyrics :
- how you get the girl - emma morrison lyrics
- books on tape - hawking lyrics
- mi motivo - empi rouz lyrics
- pop it - wiwek & yellow claw lyrics
- šauksmai iš praeities - juodvarnis lyrics
- jangan sesali - amaira helve feat. ram lyrics
- 星星的聲音 - the roadside inn lyrics
- célamem - tout simplement noir lyrics
- d.i.y - paul heaton & jacqui abbott lyrics
- we are - one ok rock lyrics