এ কি হোলো ( e ki holo) - kishore kumar lyrics
Loading...
এ কি হোলো, কেন হোলো
কবে হোলো জানি না
শুরু হোলো, শেষ হোলো
কী যে হোলো জানি না তো
হুঁ.. এ কি হলো..
কেউ বোঝে কি না বোঝে হায়
আমি শুধুই বুঝি
এই আঁধারে ভুল করে হায়
আলো মিছে খুঁজি
মেঘ মরুতে যায় কি দেখা
দিন যায় একা একা, একা।
এ কি হলো, কেন হোলো
কবে হোলো জানি না
শুরু হোলো, শেষ হোলো
কী যে হোলো জানি না তো
হুঁ.. এ কি হোলো..
কেউ ভাবে কি না ভাবে হায়
আমি শুধু ভাবি
যে প্রেম দিতে জানে তার
নেই কোন দাবি..হায়
মনে পড়ে কেন তারে
মনে পড়ে বারে বারে, তারে।
এ কি হোলো, কেন হোলো
কবে হোলো জানি না
শুরু হোলো, শেষ হোলো
কী যে হোলো জানি না তো
হুঁ.. এ কি হোলো..
Random Song Lyrics :
- suffit d'y croire - double pact lyrics
- move (the alias radio edit) - little mix lyrics
- tenho medo - lidia laura lyrics
- vi vandrar saman (eg følgjer der du går) - olav stedje lyrics
- schoolyard - knowmads lyrics
- "here it goes" - angel inn levi lyrics
- can't take it - xmpl lyrics
- jugg - 2wayz lyrics
- vs. antik - [32stel - vbt 2013] - geot lyrics
- eliminate - number 7 lyrics