opurnotay purno - kim dotcom lyrics
প্রার্থনা আমার সত্যি হয়ে আসবে বুঝি রাতের শেষে
ক্লান্ত দু’চোখ রেখেছি মেলে জাগাবে আলো এসে
তোমার বিষণ্ন দু’চোখ আমার পরাজয়ের কথা বলে
তবুও কেন আমার দেহে তোমার গন্ধ?
সপ্নে বিভোর শহরের জনস্রোতে মানুষ খুজি
অন্ধ ঘৃণার কালো রোদে শরীর ডুবিয়ে ভিজি
অসার বিকলাঙ্গ হাতে অপার সুখের ছোয়ায় মগ্ন
থাকি
তবুও কেন এ আয়নায় তুমি নগ্ন…
অসুস্থ জীবন দুরের আলো রঙ-নীরবতায় অল্প
শোনায়
অসুস্থ মনে বিষাক্ত স্মৃতি বারে বারে এসে দাগ
দিয়ে যায়
আমার হাহাকার ওঠে জেগে থেকে স্বপ্নের আর্তচিৎকার
শুনি
সবশেষে সকল অপূর্ণতায় পূর্ণ আমি
নির্বোধ আমি অবাধ জীবন মরন শোকের আহার
জিততে পারে
আমাকে আলো অনাহীন ঘরের অসুখের
দেয়ালে বন্দী ঘরে
সরল স্রোতের আড়াল তুমি হতাশা তোমার শিকড়
ছুয়ে
এক বৃত্তে ঘুরছি আমি উন্মাদ দু’চোখ মুক্তি করে
অস্থিরতায় ক্লান্ত হয়ে শান্ত হলো স্বপ্ন বেশে
রিক্ত দু’হাত রেখেছি তুলে আসবে সে মৃত্যু শেষে
তোমার মনের ঘরে আমার জীর্ণ শরীর গেছে ক্ষয়ে
তবুও কেন তোমার চোখে আমার স্বপ্ন?
Random Song Lyrics :
- opportunity - triptych lyrics
- es geht mir gut - tom twers lyrics
- весна (spring) - брюлик (bryoulik) lyrics
- laputa - ha hyunsang (하현상) lyrics
- they didnt get it - 2hollis lyrics
- frozen kings - frozen dawn lyrics
- mi amor - jean le grand lyrics
- lepoto moja - tina ivanović lyrics
- love may be gone - asia (us) lyrics
- texas baby - fieh lyrics