notun jibon - khorshad shazib lyrics
[গানের কথা “notun jibon” ft. khorshad shazib]
[verse 1]
হৃদয় মানে না কোনো কারণ
ভালোবাসা কখনো হারিয়ে গেলে
প্রিয় মুখ, প্রিয় মুহূর্ত
বেঁচে থাক স্মৃতি
সত্যি কথা কেউ কারো নয়
কারো জন্যে বসে থাকে না কেউ
জীবন খুব ছোট
[verse 2]
হৃদয় থমকে পরে থাকে
হতাশার চাদরে মুখ লুকিয়ে
খুঁজে ফেরে, মনে পরে যায়
প্রিয় সব স্মৃতি
আমি জানি সময় পাল্টে যাবে
রূপকথার মতো ফিরবে না কেউ
উত্তর খুঁজি জীবনের মাঝে
[pre*chorus]
দুঃখ নিয়ে একা আর কতদিন
কান্না সব পুড়ে যাক
সব ভুলে মিশে যাও মানুষের মাঝে
আকাশের মেঘ সরে যাক
[chorus]
শুরু হোক
নতুন জীবন
বেঁচে থেকো
ভালোবেসো
বেঁচে থেকো
[bridge]
এখানেই শেষ নয়, পৃথিবীর আরো গহীনে
খুঁজে পাবে, বেঁচে থাকার অনেক কারণ
ভুলে সব অভিমান, মিশে যাও মানুষের মাঝে
খুঁজে পাবে, ভালোবাসার অনেক কারণ
[chorus]
শুরু হোক
নতুন জীবন
বেঁচে থেকো
ভালোবেসো
বেঁচে থেকো
ভালোবেসো
Random Song Lyrics :
- ageh yeh rooz - faramarz aslani lyrics
- north florida flow - terry bright lyrics
- hearts of fire - kathy troccoli lyrics
- alarms - ribs lyrics
- not in my direction - wrkinsilence lyrics
- conversation - isa lyrics
- kloner og kopier - yung kings lyrics
- pray - reddy lyrics
- i'm in love (duet version) - allen j lyrics
- forever nobody - l'impératrice lyrics