chhinno patar - kavita krishnamurthy lyrics
ছিন্ন পাতার সাজাই তরণী,
একা একা করি খেলা –
আন্মনা যেন দিক্বালিকার
আন্মনা যেন দিক্বালিকার
ভাসানো মেঘের ভেলা ॥
ছিন্ন পাতার সাজাই তরণী,
একা একা করি খেলা –
যেমন হেলায় অলস ছন্দে
কোন্ খেয়ালির কোন্ আনন্দে
যেমন হেলায় অলস ছন্দে
কোন্ খেয়ালির কোন্ আনন্দে
সকালে-ধরানো আমের মুকুল ঝরানো বিকালবেলা ॥
ছিন্ন পাতার সাজাই তরণী,
একা একা করি খেলা –
যে বাতাস নেয় ফুলের গন্ধ, ভুলে যায় দিনশেষে,
তার হাতে দিই আমার ছন্দ – কোথা যায় কে জানে সে ।
যে বাতাস নেয় ফুলের গন্ধ, ভুলে যায় দিনশেষে,
তার হাতে দিই আমার ছন্দ – কোথা যায় কে জানে সে ।
লক্ষ্যবিহীন স্রোতের ধারায় জেনো জেনো মোর সকলই হারায়,
জেনো জেনো
লক্ষ্যবিহীন স্রোতের ধারায় জেনো জেনো মোর সকলই হারায়,
জেনো জেনো
চিরদিন আমি পথের নেশায় পাথেয় করেছি হেলা ॥
ছিন্ন পাতার সাজাই তরণী,
একা একা করি খেলা –
আন্মনা যেন দিক্বালিকার
আন্মনা যেন দিক্বালিকার
ভাসানো মেঘের ভেলা ॥
ছিন্ন পাতার সাজাই তরণী,
একা একা করি খেলা –
Random Song Lyrics :
- world on fire - naomi raine lyrics
- котёнок (cat) - нэйт (nate) (rus) lyrics
- проблеми (problems) - askalone lyrics
- hit 'em up (freestyle) - jay_sa lyrics
- kopf durch die wand - vizzion lyrics
- friendzone - kid kaiser lyrics
- #freenochesfuerza - falselacrime lyrics
- don't judge me - deora clairé lyrics
- the house of the fallen souls - shining black lyrics
- myplayer - yion lyrics