bikkhoto - karnival lyrics
Loading...
[verse 1]
আমার ছিল অসীম স্বপ্ন
যে স্বপ্নে ছিল দু’টি হাত
আর ছিল তার হাসি
হারিয়ে সব আমি
সূর্যের নিচে ডুবে আছি শূন্যতায়
হয়তো তুমি দেখছো আমাকে
করুণা করছো অশ্রু ভাসিয়ে
এখন আমি গুলিবিদ্ধ
[chorus]
ছুঁয়ো না আমায়
ধরো না আমায়
আমি এক অসৎ ব্যক্তি
(আমি এক) এক পাপী
[verse 2]
অলস সময় বসে থেকে
দেখছি আমাদের স্মৃতি
তুমিও কি ভাবছো সে সময়
যেদিন ছিল আকাশে রংধনু?
বিষন্ন, ক্লান্ত
তবুও দেখছি মোরা একই তারা
পাশাপাশি পথে মোরা পথহারা
[chorus]
ছুঁয়ো না আমায়
ধরো না আমায়
আমি এক অসৎ ব্যক্তি
(আমি এক) এক পাপী
[instrumental break]
[chorus]
ছুঁয়ো না আমায়
ধরো না আমায়
আমি এক অসৎ ব্যক্তি
(আমি এক) এক পাপী
Random Song Lyrics :
- liberal arts movement & diversity - angela khristin brown lyrics
- untold truth (bonus track) - jeec lyrics
- bo lesinai - בוא לסיני - e-z (israel) - איזי lyrics
- clean air ft. adam chase - april aberdeen lyrics
- vicious lil world - 4ther muckers lyrics
- winchester - jeunelux lyrics
- run it up - ihatearty lyrics
- do this - kidd 1k lyrics
- tak mau jadi temanmu - eclat story lyrics
- нищий (beggar) - mc dimanche lyrics