dukkho amar bashor raater - kanak chapa lyrics
দুঃখ আমার, আমার বাসর রাতের পালঙ্ক
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
((মিউজিক আপলোড শহিদুল ইসলাম))
দুঃখ আমার, আমার বাসর রাতের পালঙ্ক
নিন্দা আমার প্রেম উপহার।
নিন্দা আমার প্রেম উপহার।
সাত নদী হার কলঙ্ক।।
দুঃখ আমার, আমার
বাসর রাতের পালঙ্ক
শাষণ বেড়ী, দুই পায়ে মল পড়েছি
আর আপবাদে কালি আছে
দুই চোখে তাই পড়েছি।
শাষণ বেড়ী দুই পায়ে মল পড়েছি
আর আপবাদে কালি আছে
দুই চোখে তাই পড়েছি।
মরমের আগুন এখন দ্বিগুন আমার।
মরমের আগুন এখন দ্বিগুন আমার।
দিবস রাতি নিঃসঙ্গ।।
দুঃখ আমার, আমার
বাসর রাতের পালঙ্ক
সুখের সাথে ঘর করা তাই হল না
এই বুকে থাকা কাঁটাটাকে
পর করা তাই হল না।
সুখের সাথে ঘর করা তাই হল না
এই বুকে থাকা কাঁটাটাকে
পর করা তাই হল না।
কপালের লিখন এখন বসন হয়ে
কপালের লিখন এখন বসন হয়ে
জড়িয়ে আছে অঙ্গ।।
দুঃখ আমার, আমার
বাসর রাতের পালঙ্ক
নিন্দা আমার প্রেম উপহার।
নিন্দা আমার প্রেম উপহার।
সাত নদী হার কলঙ্ক।।
দুঃখ আমার, আমার
বাসর রাতের পালঙ্ক
Random Song Lyrics :
- gilded cage - bad breeding lyrics
- never enough - sage x price lyrics
- танцы на костях (dancing on the bones) - xyzi lyrics
- i feel stupid - viyah lyrics
- exit sign - raquel trinidad lyrics
- paralyzed - workinprogresss lyrics
- eu vejo deus (part. jairo bonfim) - vaneyse lyrics
- ¿que paso? - qaebi & iannuz. lyrics
- the thorns on the - icyboyrico lyrics
- no fenty lefty - alamno lyrics