aami hethay thaki shudhu - kallol lyrics
Loading...
আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান,
দিয়ো তোমার জগৎ-সভায় এইটুকু মোর স্থান ॥
আমি তোমার ভুবন-মাঝে লাগি নি, নাথ, কোনো কাজে–
শুধু কেবল সুরে বাজে অকাজের এই প্রাণ ॥
নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধন,
তখন মোরে আদেশ কোরো গাইতে হে রাজন।
ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বীণা সোনার সুরে
আমি যেন না রই দূরে, এই দিয়ো মোর মান ॥
Random Song Lyrics :
- distance - zwei lyrics
- julie ann johnson (radio) - lead belly lyrics
- dile - media naranja lyrics
- rewind - like mike lyrics
- do you wanna jump? - nadia holt lyrics
- the last breath i'll take is yours - kataklysm lyrics
- stars all disappear - anbot rodroid lyrics
- quebra-cabeça - solange almeida lyrics
- pasodoble, te quiero - pimpinela lyrics
- clichê - lil fish lyrics