
prathom sabkichhu - kabir suman lyrics
প্রথম স্কুলে যাবার দিন, প্রথমবার ফেল
প্রথম ছুটি হাওড়া থেকে ছেলেবেলার রেল
প্রথম খেলা লেকের মাঠে প্রথম ফুটবল
মান্না, পিকে, চুনীর ছবি, বিরাট সম্বল
প্রথম শেখা ইমন রাগ, প্রথম ঝাপ তাল
প্রথম দেখা শহরজোড়া বিরাট হরতাল
প্রথমবার লুকিয়ে টানা প্রথম সিগারেট
প্রথমবার নিজামে গিয়ে কাবাব ভরপেট
এই শহর জানে আমার প্রথম সবকিছু
পালাতে চাই যত, সে আসে আমার পিছু পিছু
প্রথম প্রেমে পড়ার পর সবাই পস্তায়
হন্যে হয়ে ক্লাস পালিয়ে ঘুরেছি রাস্তায়
প্রথম প্রেম ঘুচে যাওয়ার যন্ত্রণাকে নিয়ে
কান্না চেপে ঘুরেছিলাম তোমারই পথ দিয়ে
এই শহর জানে আমার প্রথম সবকিছু
পালাতে চাই যত, সে আসে আমার পিছু পিছু
প্রথম দেখা লাল নিশান, মিছিল কলতান
প্রথম শোনা জনসভায় হেই সামালো ধান
প্রথম দেখা তরুণ লাশ চলছে ভেসে ভেসে
দিনবদল করতে গিয়ে শহীদ হল শেষে
প্রথম দেখা ভিখারিনীর কোলে শহীদ শিশু
প্রথম দেখা আস্তাকুঁড়ে কলকাতার যীশু
প্রথম দেখা দিন*দুপুরে পুলিশ ঘুষ খায়
প্রথম জানা পয়সা দিয়ে সবই কেনা যায়
এই শহর জানে আমার প্রথম সবকিছু
পালাতে চাই যত, সে আসে আমার পিছু পিছু
প্রথম যৌবনের শেষে মাঝ বয়েসে আসা
গিটার নিয়ে গান ধরেছে আমার ভালোবাসা
প্রথম যৌবনের শেষে মাঝ বয়েসে আসা
গিটার নিয়ে গান ধরেছে আমার ভালোবাসা
লজ্জা ঘৃণা রাগের পরে এটাও বুঝি থাকে
এটাই দিবো তোমায় আর এই শহরটাকে
Random Song Lyrics :
- ettrick forest in november - cnoc an tursa lyrics
- idiotic - kat onoma lyrics
- eyes of a beast - nerdout lyrics
- give it up - boofpaxkmooky lyrics
- les batailles du mois de mars - c-ptik lyrics
- rüya - rastro mano lyrics
- no name - 9lokknine lyrics
- interludiu - basa lyrics
- re-up - flyght club lyrics
- com o vento - sétima legião lyrics