chorki - kaaktaal lyrics
Loading...
আমাকে চাদরে মুড়িয়ে আদরে
জোছনার বর্ষায় ভেজাতে নিয়ে যাও
নীলচে সাগরের তীরঘেঁষা বালুতে
মিথ্যে স্বপ্নের প্রাসাদ বানাতে দাও
বাড়তে দাও বুনো ঝোঁপের মতোন করে
শুকিয়ে যেতে দাও ফুল যেমন ঝরে।
আমাকে চাদরে মুড়িয়ে আদরে
জোছনার বর্ষায় ভেজাতে নিয়ে যাও;
নীলচে সাগরের তীরঘেষা বালুতে
মিথ্যে স্বপ্নের প্রাসাদ বানাতে দাও;
সকালের আলোতে ঘাসভরা সবুজে
হামাগুড়ি হুড়োহুড়ি গড়াগড়ি খেতে দাও।
বাড়তে দাও বুনো ঝোঁপের মতোন করে
শুকিয়ে যেতে দাও ফুল যেমন ঝরে
গভীর হতে দাও আমার গভীরে
রাতের সাথে অন্ধকার যেমন বাড়ে।
Random Song Lyrics :
- chica - chungha lyrics
- weekend (remix) - omeretta the great lyrics
- hood rat - sukihana lyrics
- straight up menace - rico recklezz lyrics
- know not to play with us - young chop lyrics
- let it blow - cuban doll lyrics
- no more - young chop lyrics
- zero fucks - omeretta the great lyrics
- nann hoe - sukihana lyrics
- evidente - iza macondo lyrics