brishtir dhara - jurka lyrics
তোমারে খুঁজেছি আমি শ্রাবণেরও ধারায়
দিবস রজনী মোর কাটিয়ে দিয়েছি
তাহারো বিরহে মন ভাবনারে দেখেছিনু
আষাঢ় শ্রাবণ মোর কাটে না বেলা
সেথা আসেনি তো এ বেলায়
বাসেনি তো ভাল
কহেনি তো কোন কথা হৃদয়ে
মৃদু হাওয়া ছিল ক্ষণেক্ষণে
ঝড়ো ঝড়ো আঙিনাতে
ধীরে ধীরে বহিয়াছে গোপনে
শীতল নয়নে আমি বৃষ্টিরও ছন্দে
রিনিঝিনি পায়েলিয়া বাজে সে হাওয়ায়
তব মন মুখরিত ছন্দে আনন্দে
বারে বারে ফিরে চাহি তাহারো পানে
সেথা আসেনি তো এ বেলায়
বাসেনি তো ভাল
কহেনি তো কোন কথা হৃদয়ে
মৃদু হাওয়া ছিল ক্ষণেক্ষণে
ঝড়ো ঝড়ো আঙিনাতে
ধীরে ধীরে বহিয়াছে গোপনে
তোমারে খুঁজেছি আমি শ্রাবণেরও ধারায়
দিবস রজনী মোর কাটিয়ে দিয়েছি
তাহারো বিরহে মন ভাবনারে দেখেছিনু
আষাঢ় শ্রাবণ মোর কাটে না বেলা
সেথা আসেনি তো এ বেলায়
বাসেনি তো ভাল
কহেনি তো কোন কথা হৃদয়ে
মৃদু হাওয়া ছিল ক্ষণেক্ষণে
ঝড়ো ঝড়ো আঙিনাতে
ধীরে ধীরে বহিয়াছে গোপনে
by su_mi:)
Random Song Lyrics :
- ness lee vs. madflex - king of the dot lyrics
- can't tell me nothing remix - just ndumii lyrics
- let's go to bamako - inna modja lyrics
- onuncu köy - ceza lyrics
- yok - halil sezai lyrics
- marlboro life - zs gvng lyrics
- apprendre à pardonner - singuila lyrics
- no ms lgrimas - live - héroes del silencio lyrics
- stoffsitz - pray lyrics
- drogowskazy - na pół etatu lyrics