ami jacci baba - jhinuk lyrics
আমি যাচ্ছি বাবা
আমি যাচ্ছি
আমি যাচ্ছি বাবা
আমি যাচ্ছি
চোখ মুছে মুখ তোলো
স্নেহের বাঁধন খোলো
চোখ মুছে মুখ তোলো
স্নেহের বাঁধন খোলো
এবার তোমায় দিতেই যে হয়
যাবার অনুমতি
বাবা খেয়াল রেখো
তুমি তোমার প্রতি।
বাবা খেয়াল রেখো
তুমি তোমার প্রতি
আদর সোহাগ দিয়ে যদি
করলে আমায় বড়
কেন তবে এমন করে
কন্যাকে পর করো?
এই যদি গো নিয়ম নীতি
এই সমাজের বিধান
হাসি মুখে করো বাবা
কন্যা সম্প্রদান।
তবে কেন কান্না চোখে
এ কোন অনুভুতি
বাবা খেয়াল রেখো
তুমি তোমার প্রতি।
বাবা খেয়াল রেখো
তুমি তোমার প্রতি
অফিস যাবার সময় যখন
থাকবো না আর আমি
চশমা নিতে, ওষুধ খেতে
ভুলনাগো তুমি
বুক যে আমার যাচ্ছে ভেঙ্গে
মন মানে না মানা
কেমন করে থাকবো ছেড়ে
নেই যে আমার জানা।
ওই যে আমার মা দাঁড়িয়ে
দেহেতে নাই প্রাণ
যেন বুকটা চিরে যাচ্ছে নিয়ে
কেউ কলিজাখান
তুমি ওতো মেয়ে মাগো
জানই পরিণতি
ও মা, খেয়াল রেখো
তুমি বাবার প্রতি
মাগো খেয়াল রেখো
তুমি বাবার প্রতি।
আমি যাচ্ছি বাবা
আমি যাচ্ছি
আমি যাচ্ছি বাবা
আমি যাচ্ছি।
চোখ মুছে মুখ তোলো
স্নেহের বাঁধন খোলো
চোখ মুছে মুখ তোলো
স্নেহের বাঁধন খোলো
এবার তোমায় দিতেই যে হয়
যাবার অনুমতি
বাবা খেয়াল রেখো
তুমি তোমার প্রতি।
বাবা খেয়াল রেখো
তুমি তোমার প্রতি।
Random Song Lyrics :
- el náufrago - salvador cardenal lyrics
- lost kid - 56 apartament lyrics
- defiant to the will of god - venom prison lyrics
- superpowers - the suits (u.s.) lyrics
- karma - chri$tian (rapper) lyrics
- loose cannon - godmore lyrics
- imagine - 10tavy lyrics
- the jellyfish - super simple songs lyrics
- yo - alfer cruz lyrics
- gds 5 - achim lyrics