tor motoi - jeet gannguli lyrics
Loading...
তোর মতই আমি একটা বন্ধু চাই
যার ইচ্ছে বানাবে স্বপ্নের রংমহল।।
তোর মতই আমি একটা বন্ধু চাই
তুই অল্প হলেও আমার সংগে চল
অই তোর নামে, হ্যা তোর নামে,
দেখ তোর নামেই এ সময় থামে।
ভয়ে ভয়ে মন ফেলছে পা
ফেলে আসা রাস্তাতে
ভিজে ভিজে কেন চোখ জোড়া
ভুলিয়ে দে, ভুলিয়ে দে
কথা দিলাম তোকে এক্লা না রাখার
হব ছায়াদের মত সঙ্গী আমি তোর
Random Song Lyrics :
- 40 - fbg duck lyrics
- lifting of the veil - ominous resurrection lyrics
- космос (space) - terwive lyrics
- eufury - furelise lyrics
- 蜃気楼 (shinkiro) - フレデリック (frederic) lyrics
- i killed cupid - yucifer lyrics
- time takes me - sniper j lyrics
- a business meeting in brooklyn - superp0s lyrics
- 2 lois - danny smokes lyrics
- veni creator, op. 66 - oreste ravanello lyrics