sultana bibiyna - james lyrics
Loading...
সারাদিন ছোটাছুটি কিশোর-কিশোরী
দাড়িয়াবান্ধা বউছি ডাঙ্গুলি
কানামাছি ভোঁ ভোঁ যারে পাবি তারে ছোঁ
হইচই সারাদিন আর আনন্দে
সুলতানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠকখানা
সুলতানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠকখানা
ধানক্ষেত মাড়িয়ে পাটক্ষেত ছাড়িয়ে
মেঠোপথে কাশবন দূরে যায় হারিয়ে
নদীমাতা বাংলার পলিজমা চাদরে
হইচই সারাদিন আর আনন্দে
সুলতানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠকখানা
সুলতানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠকখানা
ওপেনটি বায়োস্কোপ নাইন টেন টেইস্কোপ
রাজবাড়ীতে যেতে, পান সুপারি খেতে
পানের আগায় মরিচ বাটা
স্প্রিংয়ে চাবি আঁটা
পাঠশালা পালিয়ে দল বলে হাঁটুজলে
দাড়কানা মাছধরা বৈকালে কাবাডি
হাসাহাসি হো হো মন শুধু গাইতো
হইচই সারাদিন আর আনন্দে
সুলতানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠকখানা
সুলতানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠকখানা
Random Song Lyrics :
- sticks & stones (remix) - lavi$h (artist) lyrics
- fall into the cave - bignik lyrics
- feel alright - watch me breathe lyrics
- polyanna - starcadian lyrics
- acredita - brenno bong lyrics
- 12 prozac - ayyluca lyrics
- rest for the restless - go go berlin lyrics
- as the sky bleeds - gamma sector lyrics
- sizzyrup - monsta kid lyrics
- keep your hands up - inderveer sodhi lyrics