hurray - jairalok lyrics
[intro]
(জাইরালোক কয় কী?)
আমি জানি তোমাদের অনেক কুরকুরি আছে bro
কিন্ত আমি জানি না
জাইরালোক রায়হানের এই গানটা শোনার পর কী হবে
বুঝতে হবে bro, না বুঝলে কিন্ত হবে না
[chorus]
hurray! দেখো আমি বাইরে বের হইসি, একটা ছব্বি (হাঁ)
ফুসকা, কসম আমি আসক্ত হয়ে গেসি টক দিয়ে ফুসকা
থাকতে পারি না আমি একদিন না খেয়ে ফুসকা
ভাত না হলেও চলবে just ফুসকা লাগবে ২ piece
please, please পাগল হয়ে যাবো যদি সাথে থাকে whisky
daily আমার মাথা ঠান্ডা করতে হয় খেয়ে লাচ্ছি
জাইরালোক কয় কী?
[post*chorus]
বলার জন্য আজকে আমি বাইরে বের হইছি
বলতে বলতে মনে পড়ে গেলো একটা গল্প
আজকে ফুসকা আহে নায় তাই গল্পটা বলবো অল্প
গিয়েছিলাম কক্সবাজার
সেখানে রোহিঙ্গারা শুরু করেছে ইয়াবার বাজার
আমরা তো চেয়েছিলাম খাবার
তারা কেন শুরু করেছে এসব কারবার?
পুলিশ দিয়া খাওয়াইছিলাম জব্বর দাবা
[verse 1]
আমি জাইরালোক, তোমরা জানো না
সব দেখি hollywood, বাংলা*হিন্দি দেখি না
daily খাই ফুচকা, ইয়াবা*গাঁজা খাই না
রাত জেগে করি কাজ, তোমাদের মতো ঘুমাই না
অনেক গান লিখছি
তোমাদের উদ্দেশ্যে hurray গান বলছি
আশে*পাশে সবাইকে বন্ধু বানাইছি
দেখো সবাইকে নিয়া কত মজা করছি
[pre*chorus]
যদি খাস গাঁজা তাইলে নষ্ট হইবো তোর মাথা
পাঠার জোর চাপা, বাপ বলবি চাচা
লাত্থি দিয়ে পাছা বাপ বলবে, “পাগল হইছে বাচ্চা”
(যদি খাস গাঁজা তাইলে নষ্ট হইবো তোর মাথা)
(পাঠার জোর চাপা, বাপ বলবি চাচা)
(লাত্থি দিয়ে পাছা বাপ বলবে, “পাগল হইছে বাচ্চা”)
[chorus]
hurray! দেখো আমি বাইরে বের হইসি, একটা ছব্বি (হাঁ)
ফুসকা, কসম আমি আসক্ত হয়ে গেসি টক দিয়ে ফুসকা
থাকতে পারি না আমি একদিন না খেয়ে ফুসকা
ভাত না হলেও চলবে just ফুসকা লাগবে ২ piece
please, please পাগল হয়ে যাবো যদি সাথে থাকে whisky
daily আমার মাথা ঠান্ডা করতে হয় খেয়ে লাচ্ছি
জাইরালোক কয় কী?
[post*chorus]
বলার জন্য আজকে আমি বাইরে বের হইছি
বলতে বলতে মনে পড়ে গেলো একটা গল্প
আজকে ফুসকা আহে নায় তাই গল্পটা বলবো অল্প
গিয়েছিলাম কক্সবাজার
সেখানে রোহিঙ্গারা শুরু করেছে ইয়াবার বাজার
আমরা তো চেয়েছিলাম খাবার
তারা কেন শুরু করেছে এসব কারবার?
পুলিশ দিয়া খাওয়াইছিলাম জব্বর দাবা
[verse 2]
আমি জাইরালোক, তোমরা জানো না
সব দেখি hollywood, বাংলা*হিন্দি দেখি না
daily খাই ফুচকা, ইয়াবা*গাঁজা খাই না
রাত জেগে করি কাজ, তোমাদের মতো ঘুমাই না
অনেক গান লিখছি
তোমাদের উদ্দেশ্যে hurray গান বলছি
আশে*পাশে সবাইকে বন্ধু বানাইছি
দেখো সবাইকে নিয়া কত মজা করছি
[outro]
whoopty bangla mix
i like this bro, that’s why i did this, bro
this sh*t is dope
thanks to cj
Random Song Lyrics :
- 과잉 적응 (over-adaptation) - lee hyun jun lyrics
- million man march - fundz (us) lyrics
- apathy - green creeks lyrics
- hello! - juvenileblokkclique lyrics
- $$hank $$adrian - adrian shank lyrics
- edge of the ocean - stick figure lyrics
- cette vie - dj flextouch lyrics
- at least we'll always have la - the coronas lyrics
- silian rail - narakah lyrics
- hey you, what's new - al harper lyrics