eka - jack rabbit, sayatya mallick & bibaswan palchaudhury lyrics
Loading...
হতে পারে তুই একা
হতে পারে রামধনু তোরে ডাকে…
হতে পারে তুই একা
হতে পারে রামধনু তোরে ডাকে…
চিন্তা করিস না
শুধু মনকে শুনে যা, যা, যা…
তোর চোখের জলে আঁকি
স্বপ্ন নদির ধারা…
তোর হৃদের গল্প গাথায়
বসন্ত আজ ভরা…
তুই চিন্তা করিস না…
পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল তোকেই ডাকে…
তোকেই ডাকে, তোকেই ডাকে
তুই চিন্তা করিস না…
সবুজ আজও বধুর কাজল
জন্ম হলে ফাঁকে…
তোকেই ডাকে, তোকেই ডাকে
তুই চিন্তা করিস না…
Random Song Lyrics :
- nicht einfach - kidd kazama lyrics
- одиночество (loneliness) - ян блок (jan block) lyrics
- ten lichyot - תן לחיות - miki gavrielov - מיקי גבריאלוב lyrics
- há muito mais lá fora - cidalia castro lyrics
- такт* (snippet 25/12/2023) - nikitsunami lyrics
- credits roll - mirwin lyrics
- feige - censei lyrics
- another woman's man - irma thomas lyrics
- väärin - gettomasa lyrics
- d.f.w.a.n - a.b.t lyrics