chokhhe amar trishna - indrani sen lyrics
Loading...
চক্ষে আমার তৃষ্ণা,
ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে।
চক্ষে আমার তৃষ্ণা
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন,
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন
সন্তাপে প্রাণ যায় যে পুড়ে॥
চক্ষে আমার তৃষ্ণা
ঝড় উঠেছে তপ্ত
হাওয়ায় হাওয়ায়,
মনকে সুদূর শূন্যে
ধাওয়ায়–
অবগুণ্ঠন যায় যে উড়ে॥
চক্ষে আমার তৃষ্ণা
যে-ফুল কানন করত আলো
কালো হয়ে সে শুকাল
কালো কালো হয়ে শুকাল হায়।
ঝরনারে কে দিল বাধা–
নিষ্ঠুর পাষাণে বাঁধা
দুঃখের শিখরচূড়ে॥
চক্ষে আমার তৃষ্ণা,
ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে।
চক্ষে আমার তৃষ্ণা
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন,
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন
সন্তাপে প্রাণ যায়
যায় যে পুড়ে॥
চক্ষে আমার তৃষ্ণা
Random Song Lyrics :
- biri var idi - xatirə islam lyrics
- 華火 (hanahi) - 和楽器バンド (wagakkiband) lyrics
- electric heat hypnotized - endless forms lyrics
- 소원을 말해봐 (genie) - girls 96 lyrics
- секатор (secateurs) - ugly flame lyrics
- a wonderful guy - evelyn knight lyrics
- bésame giuda (lab. cantinone luglio '98) - carmen consoli lyrics
- ist mir egal - payman lyrics
- 63 - nacho lyrics
- blah blah blah! - thirtyonetwentyfive & ryl0 lyrics