bone - indrani sen lyrics
Loading...
বুলবুলি নীরব, নার্গিস বনে।
ঝরাবনো গোলাপের বিলাপ শুনে…
বুলবুলি নীরব, নার্গিস বনে।
ঝরাবনো গোলাপের বিলাপ শুনে…
বুলবুলি নীরব, নার্গিস বনে…
সিরাজের নওরোজে, ফাল্গুন মাসে,
যেন তান প্রিয়ার সমাধীর পাশে…
সিরাজের নওরোজে, ফাল্গুন মাসে,
যেন তার প্রিয়ার সমাধীর পাশে…
তরুন ইরান কবি কাঁদে নিরজনে,
ঝরাবনো গোলাপের বিলাপ শুনে।
বুলবুলি নীরব, নার্গিস বনে…
উদাসীন আকাশ ঠির হয়ে আছে,
জলভরা মেঘ লয়ে বুকের মাঝে।
সাকির শরাবেরও পেয়ালার পরে,
সকরুন অশ্রুর বেলফুল ঝরে,
সাকির শরাবেরও পেয়ালার পরে,
সকরুন অশ্রুর বেলফুল ঝরে।
চেয়ে আছে ভাঙ্গা চাঁদ মলিন অনলে,
ঝরাবনো গোলাপের বিলাপ শুনে।
বুলবুলি নীরব, নার্গিস বনে,
ঝরাবনো গোলাপের বিলাপ শুনে।
বুলবুলি নীরব নার্গিস বনে…
Random Song Lyrics :
- dalablå - stiko per larsson lyrics
- enimine - fbmking lyrics
- stella - sketch show lyrics
- dime quien soy yo - lila downs lyrics
- wild - zoulo lyrics
- live life - faith envys lyrics
- run dat - twista & do or die lyrics
- bilmo kids - bilmo eyelash lyrics
- oceani deserti - carmen consoli lyrics
- washed up - zeven lyrics