pounopunik - indalo lyrics
Loading...
যাবার সময় এখন খুব কাছেই
ঘুম ভাঙ্গাবো কিনা তাই ভাবছি
আবার দেখা হলে চিনে নিও –
আলো নিভে যাক
আমার ঘরে
তবু অন্ধকারেই লিখব
হয়ত শেষ বলেই কিছু নেই।
ফেরার সময় এখন খুব কাছেই
শেষ সূর্যের পথ থামাবার পথ নেই
আলো নিভে যাক
জ্বলুক আঁধার
গহন অতলে
ছায়ার আড়ালে
গিয়েও ফিরি আবার
আমি বারে বার।
দূরে গিয়ে ফিরে আসি বারে বার –
পথ চেনার আরো বাকি
ফিরি আবার
আমি বারে বার –
হারাবো বলে যত হাঁটি
হয়ত শেষ বলে কিছু নেই।
Random Song Lyrics :
- raining all the time - theo bleak lyrics
- let them talk - roger troy lyrics
- go ser your vibe - rebeca modena lyrics
- i love you - lydae jurvel lyrics
- drugs not hugs - wujek lyrics
- calling me back (feat. zay williams) - shenendoah lyrics
- constantly wondering - summit fever lyrics
- ii. mott's! - zra lyrics
- romeo n juliet - ryugu lyrics
- 17 - jeong sewoon (정세운) lyrics