obosheshe - indalo lyrics
Loading...
রাত-
তারাগুলো বিষণ্ণ
চাঁদ-
দুঃসহ আবেগ
ঢেকে রাখে।
যে সকালের সূর্য নেই
একা ফুল পাথর হয়
থামে নদী
থামে মেঘ
থামে সময়
থামে পৃথিবী
থামে মেঘ
থামে সময়
থাম তুমি…
যদি হাঁটো এই পথে
জেনো থাকি তোমার পাশে
যদি হাঁটো অন্য পথে
থাকি আমি পথের শেষে
তোমার পাশে
আমি
দিন রাতে
অবশেষে।
ছবি আঁকো ভুল তুলিতে
হাত রাখো ভুল হাতে
ভুল জানালায় কান পেতে
ভুল কোনো গান শুনে
ভুল ভাঙতেই।
Random Song Lyrics :
- глава първа (glava purva) - golqm yus lyrics
- shhh (x-cerpt) - prince lyrics
- clustered mind - tgountitled lyrics
- small coffins for troubled teens - sob dylan lyrics
- outer space - almighty u-sorcerer lyrics
- nichts am ende des lichts - audio88 lyrics
- thousand eighty five (camilla’s interlude) - samokozie lyrics
- words - mf grimm lyrics
- man of action (album edit) - world5 lyrics
- forelsket - louis valuta lyrics