isd - indalo lyrics
Loading...
যদি রাত দুপুরে ঘুম ভাঙ্গে,
আমি পাশে নেই
ভয় পাবে কি?
অচেনা শহরে অচেনা কোন মুখ দেখে
মনে পড়বে কি?
যখন তোমার নীল রাতে
পাখিরা স্বপ্ন হারায়,
নতুন খামে পুরনো চিঠি
তোমার ঠিকানায়।
অলস কোন বিকেলে
লাল-কাঁচ গ্লাসে পোড়ে সময়
চুরমার, মাতাল
বরফ গলা রাত, ভেলভেট চাদর
তবুও কি স্বপ্নের আকাল?
যখন তোমার নীল রাতে
একে একে স্বপ্ন ফুরায়,
নতুন খামে পুরনো চিঠি
তোমার ঠিকানায়।
যখন তোমার নীল রাতে
পাখিরা স্বপ্ন হারায়,
নতুন খামে পুরনো চিঠি
পাঠায় তোমার ঠিকানায়।
যখন তোমার ভয়গুলো,
আমার কাছে অসহায়
নতুন খামে পুরনো চিঠি
তোমার ঠিকানায়।
Random Song Lyrics :
- new world - gabriel helewa lyrics
- праздный лик ( idle face ) - mirs lyrics
- coming out of the dark (live) - jon secada lyrics
- follow - runah lyrics
- town square - rupert holmes lyrics
- lone$tar - destroy ev lyrics
- 喜歡你 (i like you) - g.e.m. lyrics
- byłaś moja - norny lyrics
- v gangz - insolent x nalo x vuka x roki x shieeez lyrics
- adventure with my amigo - the ultimate destroyer lyrics