ghuri - indalo lyrics
Loading...
[verse 1]
মনে আছে কি নেই?
লাল*নীল গল্পে কত রাত হয়েছে সকাল
মনে আছে কি নেই ?
উদাস চোখের পেছনে জমা অভিমান
[refrain]
মুখোমুখি তুমি*আমি
অন্যের আকাশে কেটে যাওয়া ঘুড়ি
[verse 2]
মনে পড়বে কি না জানি না
শেষবার দেয়া ফুল হাতে
বিকেলের বারান্দায়
[refrain]
মুখোমুখি তুমি*আমি
অন্যের আকাশে কেটে যাওয়া ঘুড়ি
[instrumental break]
[outro]
সব শেষে তুমি*আমি
অন্যের আকাশে
দীর্ঘশ্বাসে
পড়ে থাকে
আমাদের কেটে যাওয়া ঘুড়ি
Random Song Lyrics :
- i've been waiting - poserboy lyrics
- yabani - canis (tur) lyrics
- i am here - skorned lyrics
- me blindfolded vs. mike tyson - monster machismo lyrics
- it's too late for love - sly, slick & wicked lyrics
- awol (ifumbledthebag) - capoxxo lyrics
- asking out witches - mechaphonix lyrics
- tal*ban aura mixx - kurimeow lyrics
- rebel with a cause '24 - mark edmond lyrics
- leslie - jean paul medroa lyrics