ekanto golap - indalo lyrics
[intro]
তোমার ভেতরে
একা ভেঙে পড়ে কেউ
চেনা যায় না চোখ
আসছি বলে যায় সরে সেও
[verse 1]
তবু সন্ধ্যায়
তোমার জানলায়
কেউ রেখে যাবে না ফুল
যে যায় সে কি আসে?
যে যায় সে কে আসলে ছিল?
[chorus]
তোমার দিন কেটে যাক চেনা কবিতায়
কোথাও কেউ নেই তাতে কি আসে যায়
তুমি তোমার
একান্ত প্রিয় গোলাপ
তোমার রাত ডুবে থাক চেনা শূন্যতায়
চলে যায় যাক তাতে কি আসে যায়
কেউ নেই
পড়ে থাকে একা গোলাপ
[pre*chorus]
তোমার গল্পেরা
শেষ হয় না জেনে
আটকে থাকে দিন cellphone আর সাদা সিলিং*এ
[chorus]
তোমার দিন কেটে যাক চেনা কবিতায়
কোথাও কেউ নেই তাতে কি আসে যায়
তুমি তোমার
একান্ত প্রিয় গোলাপ
তোমার রাত ডুবে থাক চেনা শূন্যতায়
ছেড়ে যায় যাক তাতে কি আসে যায়
কেউ নেই
পড়ে থাকে একা গোলাপ
[bridge]
তোমার দিন কেটে যাক কবিতায়
চিরচেনা বিষন্নতায়
তুমি তোমার
তুমি তোমার
তোমার রাত ডুবে থাক শূন্যতায়
তোমার গল্পে তুমি
শুধু তোমার
[chorus]
আমার দিন কেটে যাক চেনা কবিতায়
কোথাও কেউ নেই তাতে কি আসে যায়
আমি আমার
একান্ত প্রিয় গোলাপ
আমার রাত ডুবে থাক চেনা শূন্যতায়
ছেড়ে যায় যাক তাতে কি আসে যায়?
কেউ নেই
পড়ে থাকি, পড়ে থাকে একা গোলাপ
[outro]
পড়ে থাকো গোলাপ
পড়ে থাকি গোলাপ
Random Song Lyrics :
- shining flower - wasuta lyrics
- 빵 (bread) - norazo(노라조) lyrics
- glee - benet lyrics
- heavy rain - the black skirts lyrics
- kele - laycon lyrics
- decidida - la xinni lyrics
- learn to live - wrkinsilence lyrics
- плачьплачь (crycry) - dontxlook lyrics
- ragazza d'ipanema - bruno martino lyrics
- そして花になる (and become a flower) - 花譜 (kaf) (jpn) lyrics