hridoydani - imran lyrics
Loading...
ভালোবেসে তোমাকে,
বদলে গেল আমার সবই,
দুচোখে তোমার স্বপন,
চারিদিকে তোমার ছবি ।
আমার যত কথা,
তোমাকে প্রেরনা মানি,
জীবনে তোমার মতো,
কেউ নেইতো আপন জানি ।
পেতে দিলাম হৃদয়দানী,
রাখো তোমার হৃদয় খানি,
রাখো তোমার হৃদয় খানি
পেতে দিলাম হৃদয়দানী ।
আকাশ মেপে দিলাম তারা,
গুনে নিও সময় করে,
বাতাস জুড়ে,
দিলাম ছোঁয়া,
রেখে দিও দুহাত, ভোরে ।
তারা ঝরে পড়ে,
পাখি তবু ওরে আকাশে,
তুমি লেগে আছো আলো বাতাসে ।
পেতে দিলাম হৃদয়দানী,
রাখো তোমার হৃদয় খানি,
রাখো তোমার হৃদয় খানি
পেতে দিলাম হৃদয়দানী ।
তোমায় নিয়ে,
হলাম একা,
আরো হবো নিঃস্ব … আমি ।
তোমার কাছে … উজাড় হবো,
তুমি দিও প্রেমের … দামি ।
পথে চেয়ে আছি, আশা নিয়ে বাঁচি,
হৃদয়ে …।
দূরে তুমি বলো রবো কি নিয়ে,
পেতে দিলাম হৃদয়দানী,
রাখো তোমার হৃদয় খানি,
রাখো তোমার হৃদয় খানি
পেতে দিলাম হৃদয়দানী ।
———-end———-
Random Song Lyrics :
- fanta litschi - souly lyrics
- báilame así - myke towers & tito “el bambino” lyrics
- nail in the coffin - patty griffin lyrics
- sway - daniel boaventura lyrics
- wham bam - buck owens & buddy alan lyrics
- extensive autumn necrony - biolich lyrics
- windows - ieknows lyrics
- name your price - taizu lyrics
- evaporate - a will away lyrics
- the reason why - twice lyrics